সুতপা সেনগুপ্ত
সুতপা সেনগুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ, পিএইচডি। বর্তমানে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক রূপে কর্মরত। বর্তমানে তাঁর উৎসাহের ক্ষেত্র সংস্কৃতির ইতিহাস। তাঁর প্রাথমিক গবেষণার বিষয় ছিল ঔপনিবেশিক বাংলায় গড়ে ওঠা শিল্পগুলিতে নারী শ্রমিকদের আর্থসামাজিক বঞ্চনার অনুসন্ধান। এ সম্পর্কে তাঁর বইটির নাম ‘পার্সিকিউশন অ্যান্ড প্রোটেস্ট’। আদিবাসী সমাজে প্রচলিত প্রকৃতিক ও ভেষজ চিকিৎসা বিষয়ে তাঁর দীর্ঘ খেত্রসমীক্ষার অভিজ্ঞতার কথা জানতে পারা যায় তাঁর ‘এথনিক নেচার কিওর অ্যান্ড ইটস মডার্ন ইউসেজ’ বইটি থেকে। শ্রীমতি সেনগুপ্ত ‘নেভিগেটিং ন্যাশনালিজম’, ‘ডাইভার্স ডিসকোর্স’ এবং ‘পন্ডারিং দ্য পাস্ট’-এর মতো বেশ কয়েকটি সংকলন গ্রন্থ সম্পাদনা করেছেন।