অসীম চট্টোপাধ্যায়
অধুনা সময়ের অন্যতম বিশিষ্ট অক্ষরশিল্পী ও অনুবাদক অসীম চট্টোপাধ্যায়ের প্রথম যৌবন কেটেছে ৭০ দশকের আগ্নেয় দিনগুলোতে, সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষায়। পরবর্তী জীবনে তিনি বৃত্তি হিসেবে গ্রহণ করেন সম্পাদনা ও অনুবাদকর্মকে, এবং সেই সঙ্গে চলতে থাকে তাঁর সৃজনশীল সাহিত্য প্রয়াস। নিজের বিপ্লবী জীবনের অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেছেন তাঁর ‘পুব আকাশ লাল’ উপন্যাসে। হেনরি লুইস মর্গানের মহাগ্রন্থ ‘এনশিয়েন্ট সোসাইটি’-র প্রথম বাংলা তরজমাকার তিনিই। বর্তমানে তিনি সেতু প্রকাশনীর প্রধান সম্পাদক। ‘দুর্যোধন’ এবং ‘কুন্তী’-র পর ‘দ্রৌপদী’ তাঁর মহাভারত আশ্রিত তৃতীয় উপন্যাস।