প্রথম অধ্যায়
বন্দ্যঘটী-বন্দ্যবংশের আদি কথা
বাঁড়রি এবং বন্দ্যঘটী গ্রাম প্রসঙ্গে, বন্দ্যোপাধ্যায় পদবীর সূচনা, বন্দ্যঘটী গ্রাম বীরভূমে, অট্টহাস ও বন্দ্যঘটী গ্রাম, শাণ্ডিল্য গোত্রীয় বন্দ্যঘটী-বন্দ্যবংশের সূচনা, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
দ্বিতীয় অধ্যায়
সাগরদিয়া বন্দ্যবংশে রামেশ্বর চক্রবর্তী
সাগরদিয়া গ্রামের সন্ধানে, সাগরদিয়া বন্দ্যবংশ, সাগরদিয়া বন্দ্যবংশে রামেশ্বর, রামেশ্বর কেন চক্রবর্তী, রামেশ্বর-সহোদর ধারায় শিবচন্দ্র, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
তৃতীয় অধ্যায়
লাভপুরে আদি পুরুষ রামচন্দ্র
প্রপিতামহ রামচন্দ্র এবং তাঁর প্রতিষ্ঠাতা,রামচন্দ্রের কন্যা তারাসুন্দরী,রামদয়াল তারাশঙ্করের পিতামহ-জ্যেষ্ঠ, দীনদয়াল তারাশঙ্করের পিতামহ, পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
চতুর্থ অধ্যায়
পিসিমা শৈলজাদেবী এবং মা প্রভাবতীদেবী
পাঁচ পিসিমা, পিসিমা শৈলজাদেবী, শৈলজাদেবীর একটি চিঠি, প্রভাবতীদেবীর মাতৃকুল, মা প্রভাবতীদেবী, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
পঞ্চম অধ্যায়
জমিদারি এবং বিষয় সম্পত্তি
লাভপুরে জমিদার ও জমিদারি প্রসঙ্গ, প্রপিতামহ ছিলেন পত্তনিদার, পিতামহ-দ্বয় হলেন জমিদার, দীনদয়ালের সাত-আনার জমিদারি, হরিদাসের জমিদারি, জমিদারির শেষ আমলে তারাশঙ্কর, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
ষষ্ঠ অধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বংশলতিকা
প্রারম্ভিক কথা, চিত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বংশলতিকা, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
সূচি: তারাশঙ্করজীবনের প্রথম অষ্টাদশ বৎসর
১৩০৫- ১৩২৩ [1898-1916]
প্রথম অধ্যায়
তারাশঙ্কর তখন মাতৃজঠরে
১৩০৪-০৫ [1897-98]
পরিণামের অন্তরাল প্রসঙ্গে, সমকালে সামাজিক প্রেক্ষাপট, হরিদাস বিষয়ে প্রচলিত তথ্যের পর্যালোচনা, বিবর্তনের মূল রহস্য, হরিদাসের অনুশোচনা, রামজী সাধুর সান্নিধ্যলাভ, দেবীবাগ বাগান নির্মাণ, বালকনাথ শিবের প্রতিষ্ঠা, অধ্যয়ন ও অনুশীলন, তারামায়ের পূজা প্রতিষ্ঠা, তারাপূজা এবং তারাশঙ্কর প্রসঙ্গ, গর্ভস্থ সন্তানের কল্যাণ কামনায়, পিতা-মাতার চেতনাপ্রবাহ, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
দ্বিতীয় অধ্যায়
তারাশঙ্করজীবনের প্রথম বৎসর
১৩০৫-০৬ [1898-99]
কোষ্ঠী এবং পিতার দিনলিপিতে জন্মকথা, জ্যোতিষীরা কী বলতে পারতেন, লালমাটিতে ভূমিষ্ঠ, জাতক বড় তেজস্বী, পুত্রমুখ দর্শনে শিবমহিমার কথা, ষষ্ঠদিন ও একুশ দিনের
সংস্কার, দিদির বিবাহ এবং যাদবলালের সঙ্গে মনোমালিন্য, অন্নপ্রাশন, নামকরণ প্রসঙ্গ, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
তৃতীয় অধ্যায়
তারাশঙ্করজীবনের দ্বিতীয় ও তৃতীয় বৎসর
১৩০৬-০৭ [1899-1901]
যাদবলাল উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, তারাশঙ্কর-ভগ্নি কমলা, প্রথম রেল আরোহণ, বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন ও প্রাসঙ্গিক তথ্য, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
চতুর্থ অধ্যায়
তারাশঙ্করজীবনের চতুর্থ ও পঞ্চম বৎসর
১৩০৮-১০ [1901-03]
শৈশবের সারাদিন, বর্ণ পরিচয়ের প্রথম পর্ব, সপরিবারে দেওঘর ভ্রমণ, তারাশঙ্করের মস্তক মুণ্ডন, হাতেখড়ি, বিদ্যারম্ভের প্রথম শিক্ষক, বর্ণপরিচয় প্রথম ভাগ প্রথম পঠিত পুস্তক, শিশুমনে রাজবিদ্রোহ, শৈশবসঙ্গিনী বা প্রথম বন্ধু, হরিদাসের আত্মজীবনী ও দিনলিপির সূচনা, তারাশঙ্করের কোষ্ঠী নির্মাণ, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
পঞ্চম অধ্যায়
তারাশঙ্করজীবনের ষষ্ঠ ও সপ্তম বৎসর
১৩১০-১২ [1903-05]
প্রথম জন্মদিন পালন, তারামায়ের মন্দির নির্মাণ, বিদ্যালয়জীবনে প্রবেশ, পুত্রের পড়াশোনার প্রতি হরিদাসের সচেতনতা, বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ পঠিত পুস্তক, তারাশঙ্করের প্রথম সরস্বতী পূজা, পিতার সঙ্গে গ্রামান্তরে, জ্যোতিষীর বাক্য, হরিদাসের সাহিত্য রচনার নিদর্শন, পিতার অপমানিত হওয়ার ঘটনা, তারাশঙ্কর-ভ্রাতা দুর্গাশঙ্কর, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
ষষ্ঠ অধ্যায়
তারাশঙ্করজীবনের অষ্টম বৎসর
১৩১২-১৩ [1905-06]
অভিজ্ঞতায় ঠ্যাঙাড়েদের কথা, বঙ্গে রাখিবন্ধনের দিন, বন্দেমাতরম থিয়েটার, প্রাসঙ্গিক কথা, প্রথম বিবাহ প্রস্তাব, বন্ধুদের কথা, রামায়ণ খেলা, ভাগবত খেলার আসরে,সাহিত্যের দীক্ষা, যাদবলাল বন্দ্যোপাধ্যায় স্মরণে, এক মর্মান্তিক মৃত্যুদৃশ্য, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
সপ্তম অধ্যায়
তারাশঙ্করজীবনের নবম ও দশম বৎসর
১৩১৩-১৫ [1906-08]
প্রথম মুদ্রিত কবিতা, হরিদাসের মৃত্যু, পিতৃ-স্মৃতি স্মরণিকা, ‘হতভাগা ছেলে’, তারাশঙ্করের ছোটোভাই পার্বতীশঙ্কর, পিতার ষান্মাসিক শ্রাদ্ধে, যাদবলাল উচ্চ বিদ্যালয়ে প্রবেশ, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
অষ্টম অধ্যায়
তারাশঙ্করজীবনের একাদশ বৎসর
১৩১৫-১৬ [1908-09]
তখন চতুর্থ শ্রেণির ছাত্র, সাহিত্যসভায় কবিতা পাঠ, বিহার-স্মৃতি ও তিন বন্ধু, কৈশোর কালের আগমন, কৈশোরের পটভূমি, কৈশোরের স্বপ্ন ও সাধনা, পঞ্চম শ্রেণির ছাত্র, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অন্দমহল, তারাশঙ্কর এবং ফুল্লরা অ্যাথলেটিক ক্লাব, বঙ্কিমসাহিত্যের প্রথম পরিচয়, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
নবম অধ্যায়
তারাশঙ্করজীবনের দ্বাদশ থেকে চতুর্দশ বৎসর
১৩১৬-১৯ [1909-12]
গোপনে সাহিত্য চর্চা, ষষ্ঠ শ্রেণির ছাত্র, বিদ্যালয়ে প্রথম অভিনয়, বৈবাহিক সম্বন্ধের মুখোমুখি, ফুল চুরির অপবাদে, বর্ধমানের ধবনী গ্রামে, মোলপুরের দাদার মৃত্যু, ফুটবল প্রতিযোগিতার পরিণাম, তারাশঙ্করের উপনয়ন, পারিবারিক খরচের কথা, স্বর্ণ ডাইনির সঙ্গে পরিচয়, ‘পাঁচখানি হাতের আহ্বান’, কৈশোরের জাগরণ, অতুলশিব মারা গেলেন, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
দশম অধ্যায়
তারাশঙ্করজীবনের পঞ্চদশ বৎসর
১৩১৯-২০ [1912-13]
কলকাতা যাওয়ার উদ্যোগ, সমকালে গ্রাম ও বিদ্যালয়, পিতার ডায়রি পাঠ, বিদ্যালয়ে
অভিনয়, জেলা শাসকের সাহচর্যে, গাঁয়ে-ঘরে কত মানুষের ধারা, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
একাদশ অধ্যায়
তারাশঙ্করজীবনের ষোড়শ বৎসর
১৩২০-২১ [1913-14]
দশম শ্রেণিতে পাঠ্য বিষয়, শিক্ষক বিদায়, বিদ্যালয়ে অভিনয়, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
দ্বাদশ অধ্যায়
তারাশঙ্করজীবনের সপ্তদশ বৎসর
১৩২১-২২ [1914-15]
দুই বন্ধুর সাইকেল ভ্রমণ, বিপ্লবী দলের সংস্পর্শে, গিন্নিমায়ের আসা যাওয়া, উমাশশী ও তারাশঙ্কর, তারাশঙ্কর-ভগ্নি কমলার নবসম্বন্ধ ও বিবাহ, তারাশঙ্করের নবসম্বন্ধ, তারাশঙ্করের বিবাহ, অষ্টমঙ্গলা ও প্রথম ধূমপান, ম্যাট্রিকুলেশন পরীক্ষা, প্রাসঙ্গিক তথ্য, ধূমপানের জন্য শাস্তি, দুই পরিবারের জটিলতায় দাম্পত্য দ্বন্দ্ব, পাটনায় কঙ্করবাগের দিনগুলি, রসিক পাগলের মুখোমুখি, স্ত্রীর প্রথম পত্র নিয়ে, আম-মিষ্টির তত্ত্ব, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
ত্রয়োদশ অধ্যায়
তারাশঙ্করজীবনের অষ্টাদশ বৎসর
১৩২২-২৩ [1915-16]
শশীশেখর ও বঙ্গনারী নাটক দর্শন, দ্বিতীয়বার ম্যাট্রিকুলেশন পরীক্ষা, নলিনী বাগচীর সন্ধানে আজিমগঞ্জে, যুদ্ধে যাওয়ার উদ্যোগ, ম্যাট্রিকুলেশন পাশের সংবাদ, কলেজে ভর্তি নিয়ে চিন্তা, বহরমপুর কলেজে ভর্তি হননি, সেই প্রথম কলকাতায়, সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন, সেন্ট জেভিয়ার্স কলেজে মাস কয়েক, ‘দাদা’ নামে বিপ্লবীর মুখোমুখি, রামজী সাধুর টানে বজবজ কালীবাড়িতে, গোয়েন্দা পুলিশের নজরদারিতে, বধূর সঙ্গে স্মরণীয় সন্ধ্যা, আইনের অধীনে গৃহবন্দি তারাশঙ্কর, আশুতোষ কলেজে পড়েননি, তথ্যসূত্র ও উৎস নির্দেশ।
নির্দেশিকা